• হোম
  • যোগাযোগ
  • More
    • হোম
    • যোগাযোগ
  • হোম
  • যোগাযোগ

AL QURANER ALO


আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো

আল কুরআনের আলো

আল কুরআনের আলো মানবতার কল্যাণে নিবেদিত সমাজকল্যাণ মূলক ব্যক্তি মালিকানাধীন অরাজনৈতিক ইসলামিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতিচেতনার সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ইসলামী তমদ্দুনের প্রসার, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


আমাদের সেবাসমূহ

  • মক্তব
  • কুরআন শিক্ষা 
  • মহিলাদের কুরান শিক্ষা
  • সমাজিক মুল্লবোদের শিক্ষা
  • সমাজিক উন্নয়ন প্রকল্প
  • যাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প
  • কর্জে হাসানা


মক্তব

কুরআন শিক্ষার প্রাথমিক স্তর মক্তব। মক্তব আরবি শব্দ। অর্থ লাইব্রেরি, গ্রন্থাগার, পাঠশালা। 

মক্তব মুসলিম শিশুদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এ মক্তবে  মৌলিকভাবে কুরআন, হাদিস, ফিকহ, আকাইদ, ইতিহাস শিখানো হয়। পাশাপাশি আদব ও আখলাক শিখানো হয়। শিখানো হয় জীবনের আসল উদ্দেশ্য ও পথপরিক্রমা কী। ফলে এসব মক্তব থেকে একটি শিশুর যে ভিত্তি তৈরি হয়, তা তার দুনিয়া ও আখেরাতের জীবনের মূল ভিত্তি হিসেবে কাজ করে


আল কুরআনের আলো- মক্তবে ক্লাসের সময়সূচী :

সোমবার: সালাতুল ফজরের পর

মঙ্গলবার: সালাতুল ফজরের পর

বুধবার: সালাতুল ফজরের পর

বৃহস্পতিবার: সালাতুল ফজরের পর

শুক্রবার: ছুটি

শনিবার: সালাতুল ফজরের পর

রবিবার: সালাতুল ফজরের পর

মসজিদে সাপ্তাহিক ক্লাসের সময়সূচী :

সোমবার:
• ধর্মের ব্যাখ্যা

• শিক্ষানবিস আরবি পড়া (সব বয়সী)
সালাতুল মাগরিবের পর


মঙ্গলবার:
• শিক্ষানবিস আরবি পড়া (সব বয়সী)
সালাতুল মাগরিবের পর

বুধবার:
• ইসলামিক জুরিসপ্রুডেন্সের সারাংশ

• শিক্ষানবিস আরবি পড়া (সব বয়সী)
সালাতুল মাগরিবের পর

বৃহস্পতিবার: ছুটি

শুক্রবার:
• প্রশ্নোত্তর সেশন
দুপুর 2:30 PM - 3:00 PM


• তাফসির ইবনে কাথির (শুধু ভাইদের জন্য) 

• শিক্ষানবিস আরবি পড়া (সব বয়সী)

 সালাতুল মাগরিবের পর


• আক্বীদা
সালাতুল ইশার পর

শনিবার:

• শিক্ষানবিস আরবি পড়া (সব বয়সী)
• তাফসির ইবনে কাথির (শুধু ভাইদের জন্য)
সালাতুল মাগরিবের পর

রবিবার:

• শিক্ষানবিস আরবি পড়া (সব বয়সী)
• তাফসির ইবনে কাছীর
সালাতুল মাগরিবের পর

সমাজিক উন্নয়ন প্রকল্প

আল কুরআনের আলো নিম্নে উল্লেখিত সমাজিক সেবা প্রদান করে থাকে:

  • বৃক্ষরোপণ
  • রাস্তাঘাট সংস্কার
  • আর্তমানবতার সেবা 
  • দরিদ্রদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ
  • এলাকার নিরাপত্তার নিমিত্তে রাত্রিকালীন লাইটের ব্যবস্থা করা




যাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্প

স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায়  অসহায় নারী-পুরুষকে প্রশিক্ষণ-পূর্বক রিকশা, ভ্যান, গরু, ছাগল, মুদি মালামাল, মাছ ধরার জাল, নৌকা, ইত্যাদি উপার্জন-উপকরণ প্রদান করেছে। 

আমরা মনে করি— শুধু প্রশিক্ষণ, অর্থ ও উপকরণ-সহায়তা প্রদান অনেকের ক্ষেত্রে স্বাবলম্বিতা অর্জনের জন্য যথেষ্ট নয়। এজন্য আমরা প্রতিষ্ঠানের অধীনে প্রশিক্ষিত, আর্থিক ও উপকরণ-সহায়তাপ্রাপ্তদের নিয়মিত তত্ত্বাবধান করি, খোঁজ-খবর রাখি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। এভাবে আমরা নৈতিকতা সম্পন্ন সুদক্ষ কর্মজীবী জনগোষ্ঠী তৈরিতে ভূমিকা রাখি।

কর্জে হাসানা

কর্জে হাসানা কথাটার অর্থ হলো ‘উত্তম ঋণ’। পবিত্র কোরআনের অনেক আয়াতে এই কর্জে হাসানার উল্লেখ আছে। যেমন সুরা বাকারার ২৪৫ আয়াতে বলা হয়েছে, ‘কে সে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? আল্লাহ তার জন্য একে বহুগুণে বাড়িয়ে দেবেন। আর আল্লাহই (জীবিকা) কমান বা বাড়ান। আর তোমাদের তাঁরই কাছে ফিরিয়ে নেওয়া হবে।’সুরা মুজ্জাম্মিলের ২০ আয়াতে বলা হয়েছে, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও আর আল্লাহকে দাও কর্জে হাসানা। তোমাদের আত্মার মঙ্গলের জন্য তোমরা যা কিছু ভালো আগে পাঠাবে, পরিবর্তে তোমরা তার চেয়ে আরও ভালো ও বড় পুরস্কার পাবে আল্লাহর কাছ থেকে। আর তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।’


সুরা হাদিদের ১৮ আয়াতে বলা হয়েছে, ‘দানশীল পুরুষ ও নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে, তাদের দেওয়া হবে বহুগুণ বেশি আর তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।’

সুরা হাদিদের ১১ আয়াতে বলা হয়েছে, ‘কে আছে, যে আল্লাহকে দেবে উত্তম ঋণ? তাহলে তিনি বহুগুণে একে তার জন্য বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে মহা পুরস্কার।’ একই সুরার ১৮ আয়াতে বলা হয়েছে, ‘দানশীল পুরুষ ও নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে, তাদের দেওয়া হবে বহুগুণ বেশি আর তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।’আর সুরা তাগাবুনের ১৭ আয়াতে বলা হয়েছে, ‘যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তোমাদের জন্য তা বহুগুণে বাড়িয়ে দেবেন, আর তিনি তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ তো গুণগ্রাহী, সহিষ্ণু।’

গ্যালারী

    My Blog


    Copyright © 2024 Al Quraner Alo - All Rights Reserved.